বগুড়ায় ৪ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের মালতীনগর শিশুমঙ্গল মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

রোববার (১৫ ডিসেম্বর) বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং জড়িত চিহ্নিত করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।