সিলেটে মধ্যরাতে আ’লীগ নেতাকে অপহরণ, মুক্তিপণ আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

সিলেটে মধ্যরাতে আত্মগোপনে’ থাকা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আদালতের সাবেক সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট নগরীর ফাজিলচিস্ত এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে। পরে মুক্তিপণ নিয়ে রক্তাক্ত অবস্থায় ভোররাত ৪টার দিকে সাগরদিঘীর পাড় এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রোববার (১৫ ডিসেম্বর) ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুক্তিপণ নিয়ে ফেলে দেওয়ার পর তাকে নগরীর সোবহানীঘাট এলাকার আল-হারামাইন হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে তার পায়ে অস্ত্রোপচার শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে স্বজনরা নিশ্চিত করেন।

মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও পরবর্তীতে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে আওয়ামী লীগের বর্তমান কমিটিতে তিনি কোনো পদ পাননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় অন্তত সাতটি মামলা হয়েছে।

আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে অটোরিকশা যোগে ফাজিলচিস্ত এলাকার একটি বাসায় যাওয়ার পথে একাধিক মোটরসাইকেলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে মারধর করে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হলে পরিবার মুক্তিপণ দিলে রাত ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে সাগরদিঘীরপাড় এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আল হারামাইন হাসপাতালের পরিচালক ডা. নাহিয়ান আহমেদ চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে তাকে নিয়ে আসেন তার স্ত্রী, মেয়ে ও শ্যালক। তার বাম পায়ের হাটুর নিচে সামনের দিকে কাটা ক্ষত ছিলো। রাতেই তার পায়ে অস্ত্রোপচার করা হয়।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আঘাত গুরুতর বা হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা ছিলো না, তাই তাকে ভোরেই ছাড়পত্র দেওয়া হলে চলে যান।’

মিসবাহ উদ্দিন সিরাজের মেয়ে মুনতাহা মিসবাহ জানান, তার বাবাকে অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এর বেশি কিছু আর বলেননি।

সিলেট মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ ও মারধরের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি, যে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সেখান থেকেও বিস্তারিত জেনেছি। তবে এখন তার কী অবস্থা এবং কোথায় আছেন তা নিশ্চিতভাবে জানতে পারছি না। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’

আহমেদ জামিল/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।