ময়মনসিংহ
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মায়ের মসজিদ এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সহ-সভাপতি মজিবর মণ্ডল গ্রুপের সঙ্গে যুবদল নেতা শামীম গ্রুপের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে যুবদল নেতা শামিম আহাম্মেদ জানান, তারা আমাদের ২৫/৩০ জন নেতাকর্মীকে আহত করে ১৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
তবে জিয়াউর রহমানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ/এমএস