মেহেরপুরে চিরকুটসহ দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনীতে চিরকুটসহ দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের ইসারুল ইসলামের গরুর খামারের সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্র জানায়, ইসারুল ইসলামের গরুর খামারের সামনে বোমাসদৃশ্য বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে পুলিশ একটি ব্যাগ থেকে লাল স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ওই ব্যাগ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। সেখানে লেখা রয়েছে- ‘৩ লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি ঘর থাকবে না। টাকা না দিলে মেরে ফেলা হবে’।

মেহেরপুরে চিরকুটসহ দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

ইসারুল ইসলাম জানান, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বছরখানেক আগে বাড়ি ফিরে একটি গরুর খামার দেই। কারা বোমা রেখে চাঁদা দাবি করছেন সেটি নিশ্চিত হতে পারছি না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা শুরু করছে পুলিশ।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।