বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্তর্জাতিক মানের নেতৃত্ব তৈরি করবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৩ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তারিকুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে আন্তর্জাতিক মানের তরুণ নেতৃত্ব তৈরি করবে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষিত মেধাবী দক্ষ নেতা সৃষ্টি করা হবে।

তিনি বলেন, তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশবাসী আমাদের দিকে তাকিয়ে আছে। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে। দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমূল পরিবর্তন চায়। তাই অন্তর্বর্তী সরকার সংস্কার কর্মকাণ্ডে হাত দিয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির পাঠচক্র ও পরিচিতি সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারিকুল ইসলাম বলেন, দেশের প্রয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের মানুষের পাশে থাকবে। আমাদের সংগ্রাম চলবে। আমরা কখনো থামবো না। দেশের মানুষ তরুণদের হাতে দেশের নেতৃত্ব দিতে চায়। তারা গতানুগতিক রাজনীতির ধারায় ফিরে যেতে চায় না। তাই দেশের মানুষ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণবিরোধী স্বৈরাচারী দল। দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। তাদের সকল অপকর্মের বিচার হবে। তারা শেখ হাসিনার নেতৃত্বে এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণঅভ্যুত্থানের চেতনা নস্যাৎ করতে কাজ করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্র করছে। তাদের সকল চক্রান্ত রুখে দেওয়া হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য নাঈম আবেদীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, মুখ্য সংগঠক মোস্তফা জিহান ও মুখপাত্র জাবেদ ভুঁইয়া।

জাহিদ পাটোয়ারী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।