সরকারি জমি দখল করে ইকোপার্ক, গুঁড়িয়ে দিলো প্রশাসন
মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধার জমির মূল্য প্রায় ১০ কোটি টাকা। দখল করে প্রভাবশালী ওই ব্যক্তি সেখানে রোকনটিলা নামে একটি ইকোপার্ক নির্মাণ করেছিলেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় দিনভর অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।
কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। তাকে সহায়তা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ও পিয়াস চন্দ্র দাস, থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন আমু, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, জেলাজুড়ে খাসজমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার রাঙ্গিছড়া টি ই মৌাজার ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাসজমির সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে রোকন নামের স্থানীয় এক প্রভাবশালী ২০ একরের ওই জমি দখল করে অবৈধভাবে ইকোপার্ক নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন।
তিনি আরও জানান, অভিযানকালে অবৈধ সব স্থাপনা অপসারণ করে অবৈধ দখলে থাকা ২০ একর খাসজমি উদ্ধার করে সাইনবোর্ড টানানো হয়। যেখানেই খাসজমি দখলে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
ওমর ফারুক নাঈম/এসআর/এএসএম