চাঁদপুরে ৭৪০ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুর শহরের পালবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত ৭৪০ কেজি পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, বিকেলে শহরের পালবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুক ভ্যারাইটিজ স্টোর থেকে ৫০০ কেজি ও মেসার্স গাজী এন্টারপ্রাইজ থেকে ২৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এসময় ফারুক ভ্যারাইটিজ স্টোরের মালিককে ২০ হাজার এবং গাজী এন্টারপ্রাইজ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।