শীতে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪

শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৬টায় ১০ ডিগ্রি এবং সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

জেলায় সকাল থেকে বাইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিন দিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস চুয়াডাঙ্গা সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান।

শীতে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি

এ বছর কুয়াশার ঘনত্ব এবং স্থায়িত্ব বেশি হওয়ায় কৃষকের নতুন ধানের বীজতলা নিয়ে সংঙ্কা প্রকাশ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এরই মাঝে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিব সাদী জানিয়েছেন, ১ সপ্তাহে প্রায় তিন হাজার রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। যাদের মধ্যে শিশু আর বৃদ্ধদের সংখ্যা বেশি।

এদিকে, চুয়াডাঙ্গার শপিংমলগুলোতে শুরু হয়েছে শীতের পোশাক কেনার ধুম। জমে উঠেছে দোকান ও আউটলেট। তবে ক্রেতারা বলছে গরম পোশাকের দাম নাগালের বাইরে।

হুসাইন মালিক/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।