মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ ৩ শিক্ষার্থী
মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনদিন ধরে নিখোঁজ তিন শিশু শিক্ষার্থী। সোমবার (৯ ডিসেম্বর) থেকে তারা নিখোঁজ।
এই তিন শিক্ষার্থী হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো. আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। তারা চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী।
ছেলেদের খোঁজ পেতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ দুই শিশুর বাবা।
তাদের স্বজনরা বলেন, শিক্ষার্থীরা রোববার বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়। ওইদিন শাহীন আলী বাকি দুজনকে সঙ্গে নিয়ে তার নানার বাড়ি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডাইংপাড়া যায়। সেখানে রাতে থাকার পর সোমবার আবারও মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খুঁজে পাচ্ছি না।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত বলেন, শিশু শিক্ষার্থীর স্বজনরা থানায় ডায়েরি করেছেন। নিখোঁজ তিন ছাত্রের সন্ধানে তৎপরতা শুরু করেছে পুলিশ।
বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষক মো. নুরুজ্জামান বলেন, ওই তিন শিক্ষার্থী মাদরাসায় না আসায় খোঁজ নেওয়ার চেষ্টা করি আমরা। পরে জানতে পারি তারা নিখোঁজ।
সোহান মাহমুদ/জেডএইচ/এমএস