নেত্রকোনায় ১০৯ ট্রান্সফরমার চুরি, বোরোর আবাদ নিয়ে বিপাকে কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

নেত্রকোনার পূর্বধলার আগিয়া ইউনিয়নের বাড্ডা গ্রামের চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় অন্তত ১০৯টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে করে কৃষিজমিতে সেচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলায় সেচ কাজে ১৬ হাজার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কিন্তু কিছু দিন পর পর এসব ট্রান্সফার চুরি হয়ে যাচ্ছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। গত মঙ্গলবার পূর্বধলার বাড্ডা গ্রামের কৃষক মো. মুখলেছুর রহমান খান, নাজিম উদ্দিন খান, এনায়েত খান, জাকির আহম্মেদ খান এই চারজন কৃষকের চারটি ট্রান্সফরমার চুরি হয়ে যায়।

ওই গ্রামের কৃষক মুখলেছুর রহমান খান বলেন, মঙ্গলবার গভীর রাতে আমাদের চারটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। পরদিন ভোরে গিয়ে দেখি খুঁটি থেকে ট্রান্সফরমারের খোলস নিচে পড়ে আছে। ভেতরের তারসহ যন্ত্রপাতি নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত আরেক কৃষক জাকির আহম্মেদ খান বলেন, চুরি যাওয়া চারটি ট্রান্সফরমারের সাহায্যে তাদের ফসলি জমির পাশাপাশি অন্যের জমিতে সেচ দেওয়া হতো। ট্রান্সফরমারগুলোর আওতায় গ্রামের প্রায় শতাধিক কৃষকের জমির সেচ নির্ভর করে। এখন বোরো মৌসুম। খেতে পানি না দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। সহজে ট্রান্সফরমার পাওয়া যাবে না। এ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।

স্থানীয়রা জানান, এর আগে গত সাত মাসে শুধু পূর্বধলা উপজেলায় অন্তত ২৮টি ট্রান্সফরমার চুরি হয়। এখন পর্যন্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি।

বাড্ডা গ্রামের কৃষক হাবিবুর রহমান খান বলেন, কয়েক দিন পর পরই ট্রান্সফরমার চুরি হয়। আমাদের ধারণা, পল্লী বিদ্যুৎ সমিতির অসাধু কর্মচারীরা ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ সাধারণ মানুষের পক্ষে ট্রান্সফরমার চুরি করা সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মাসুম আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার বিষয়টি শুনেছি। আমাদের হিসাব অনুযায়ী গত এক বছরে জেলায় ১০৯টি ট্রান্সফরমার চুরি হয়েছে। যার মূল্য প্রায় ৬২ লাখ টাকা।

এইচ এম কামাল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।