মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের কাউন্সিল অধিবেশন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে
চট্টগ্রামের আন্দকিল্লায় ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রামের সম্মেলন কক্ষে মাওলানা কাজী আবুল বশরের সভাপতিত্বে ও মাওলানা কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সঞ্চালনায় এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান মাওলানা কাজী অধ্যক্ষ হারুন চৌধুরী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ফোরামের সেক্রেটারি কাজী মাওলানা সাকের আহম্মদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন মাওলানা কাজী ইউসুফ, কাজী একিউএম একরামুল হক চৌধুরী, কাজী আব্দুল আজিজ, কাজী মহিউদ্দিন ছাদেক, কাজী একেএম সাইফুদ্দীন মামুন, কাজী আহমদ ছগির, কাজী মাহমুদুল হক নঈমী, কাজী আবদুল জলিল প্রমুখ।

সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সর্ব সম্মতিক্রমে কাজী সৈয়দ মো. আবু সাঈদকে সভাপতি ও কাজী মাওলানা মহিউদ্দীন সাদেককে সাধারণ সম্পাদক, কাজী মাওলানা মো. আবদুল আজিজকে সাংগঠনিক সম্পাদক এবং কাজী একিউএম একরামুল হক চৌধুরীকে অর্থ সচিব হিসেবে নির্বাচিত করেন। এছাড়া ৫১ সদস্যের চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়।

এম মাঈন উদ্দিন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।