বগুড়ায় ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন প্রায় আধাঘণ্টা অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দোলনচাঁপা নামের একটি আন্তঃনগর ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেন তারা। এতে ১৫ মিনিট সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এসময় সান্তাহার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দোলনচাঁপা কমিউটার ট্রেনটি স্টেশনে প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে অবরোধ তুলে নিলে ছেড়ে যায় ট্রেন।

অবরোধকারীরা বলেন, সুখানপুকুর একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য আমরা দফায় দফায় দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে অবরোধ করেছেন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবে।

সুখানপুকুর রেলওয়ে স্টেশন মাস্টার আরাফাত হোসেন বলেন, অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।