সূর্যের দেখা মেলেনি, শীতে কাঁপছে জয়পুরহাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে তিনদিন ধরে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর হিম বাতাসের কারণে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিনই কমছে দিন ও রাতের তাপমাত্রা।

বুধবার (১১ ডিসেম্বর) সারাদিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারদিক। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে নওগাঁর আবহাওয়া অফিস।

সূর্যের দেখা মেলেনি, শীতে কাঁপছে জয়পুরহাট

এদিকে, দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ফলে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।

নওগাঁর বদলগাছী উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সূর্যের দেখা মেলেনি, শীতে কাঁপছে জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলার হিচমী গ্রামের বৃদ্ধ মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, আমরা গরীব মানুষ। শীতের কাপড় তেমন নেই, শীত নিবারণে খুব কষ্ট হচ্ছে। কেউ যদি গরম কাপড় দিয়ে সহযোগিতা করলে ভালো হতো।
জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জাগো নিউজকে বলেন, শীতের জন্য এখনো শীতবস্ত্র বরাদ্দ আসেনি। তবে কিছু কিছু জায়গায় শীতবস্ত্র ম্যানেজ করে দেওয়া হচ্ছে।

আল মামুন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।