নিখোঁজের একদিন পর বিল থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের একদিন পর কিশোরগঞ্জের কটিয়াদীর বিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া এলাকা থেকে খুশনাহার নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। খুশনাহার বাগপাড়া গ্রামের সামসু মিয়ার মেয়ে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

গচিহাটা তদন্ত কেন্দ্রের আইসি আক্তারুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, স্বামীর সঙ্গে অনেক আগে ছাড়াছাড়ি হওয়া খুশনাহার বাবার বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার বাড়ির পাশে বাগপাড়া মাছুয়া বিলের একটি ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করো হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আরজু মিয়া, তার ছেলে আফজাল ও ভাতিজা মিলনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আক্তারুজ্জামান খাঁন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসকে রাসেল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।