পিরোজপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ডিসেম্বর) পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর দণ্ডবিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নিন্দাবাদ ও উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগে পিরোজপুর সদর থানায় মামলাটি করেন। আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় বিচারক তাকে অব্যাহতি এবং মামলা খারিজ করে দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, দেশনেতা তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ। ছাত্র জনতার বিপ্লবের পর অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই পিরোজপুরে করা মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাস পেয়েছেন তারেক রহমান।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।