তিন রুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী, মানিকগঞ্জ ও শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১১ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট ও শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকে এসব রুটে ফেরি চলাচল শুরু হয়।

ঘন কুয়াশায় টানা ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টা থেকে এরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে টানা ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে প্রায় দুই শতাধিক যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এ সময় তীব্র শীত ও হিমেল বাতাসে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল হয়েছে। যা দ্রুত সময়ের মধ্যে কমে যাবে। বর্তমানে এরুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী। আরিচা-কাজিরহাট নৌপথে রাত সাড়ে ১২টা থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।

এছাড়া শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় পৌনে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে ভোর ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে বুধবার সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।