বিড়ি শিল্প থেকে শুল্ক কর প্রত্যাহারের দাবি


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ১৩ মে ২০১৬

বরিশালে বিড়ি শিল্প থেকে শুল্ক কর প্রত্যাহার ও বিকল্প কর্মসংস্থান ব্যাতীত শ্রমিকদের বাঁচিয়ে রাখার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিড়ি শ্রমিকরা।

শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ল’ কলেজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রণব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়র কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট একে আজাদ।

এসময় একে আজাদ বলেন, ২৫ লাখ শ্রমিক বিড়ি কারখানায় কর্মরত আছেন। তাদের কথা বিবেচনায় এনে বিড়ির প্রতি শুল্ক সম্পূর্ণ প্রত্যার করে প্রয়োজনে সিগারেটের ওপর বাড়তি কর আরোপ করে সমন্বয় করা যেতে পারে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আ. হালিম হাওলাদার ও প্রচার সম্পাদক শেখ মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সাইফ আমীন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।