শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করছেন: আমানউল্লাহ আমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্টদের মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করছেন। আগামীতে যে নির্বাচন হবে সেটি হবে অনেক কঠিন। এ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে সে সরকার হবে জাতীয় সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সে ঘোষণা দিয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, শেখ হাসিনা খুন ও গণহত্যার আসামি। ছাত্র গণহত্যা ও ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে তাকে ৫৭ বার ফাঁসি দেওয়া যাবে। তিনি আবার দেশে আসার চেষ্টা করছেন। কিন্তু আর কোনোদিন দেশের মানুষ তাকে গ্রহণ করবে না।

জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।