মৌলভীবাজারে খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে খাল সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মিছরাফ খা (৪৬) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধ পূর্ণ খালে মাছ ধরতে যান এলাকার নুরুল আমিনের লোকজন। এসময় সৈয়দ জুয়েল আলীর লোকজন বাধা দেন। বাগবিতণ্ডার জেরে এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাফ খা। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার নানু মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাফ খা নিহত হন। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছি।

ওমর ফারুক নাঈম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।