বেনাপোল বন্দর পরিদর্শনে ভারতীয় প্রতিনিধিদল


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ মে ২০১৬

দু’দেশের বন্দরকে আধুনিকায়ন করতে ভারতীয় মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক কাজরী বিশওয়ালের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন।
 
প্রতিনিধি দলটি প্রথমে পেট্রাপোল বন্দর পরিদর্শন শেষে বেনাপোল বন্দর পরিদর্শন করেন। পরে প্রতিনিধি দলটির বন্দরের অডিটোরিয়ামে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল। বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, কাস্টমস এর সহকারী কমিশনার বাছির আহমেদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।

জামাল হোসেন/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।