হেযবুত তাওহীদকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
হেযবুত তাওহীদের সব কার্যক্রম বন্ধ এবং সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। ‘সর্বস্তরের উলামা ও তৌহিদী জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি জহিরুল ইসলাম, মজিবুর রহমান, মুশফিক আব্দুল হান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ওমর ফারুক, রমজান মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হেযবুত তাওহীদ দীর্ঘদিন ধরে ইসলাম ও ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে কাজ করছে। প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এসআর/জিকেএস