জাগো নিউজে সংবাদ প্রকাশ

শহীদ শিফাতের বাড়ির রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

জাগো নিউজে সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ শিফাত উল্লাহর বাড়ি যাওয়ার রাস্তার গাছ অপসারণ করেছে প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করেন।

জানা গেছে, এলাকার আওয়ামী লীগ সমর্থিত ইদ্রিস ও পাকুন্দিয়া উপজেলা মৎস্যজীবী লীগের কার্যকারী নির্বাহী কমিটির সাবেক সদস্য লিটন মিয়া যখনই শুনেছেন রাস্তাটি শহীদ শিফাত উল্লাহর স্মরণে পাকা হবে, তখনই তারা গাছ লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে এলাকাবাসীসহ শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছিল। এছাড়া শহীদ শিফাত উল্লাহর বাড়ি যেতে পরিবারের সদস্যদেরও সমস্যা হচ্ছিল।

এ নিয়ে জাগো নিউজে ‘শহীদ শিফাত উল্লাহর বাড়ি যাওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা’  শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এতে টনক নড়ে প্রশাসনের। পরে বুধবার সকালে প্রশাসন গিয়ে রাস্তার গাছ অপসারণ করে।

শহীদ শিফাত উল্লাহর বাবা হাফেজ মাওলানা নুরুজ্জামান জানান, আজকে সকালে প্রশাসনের লোকজন এসে রাস্তার গাছ অপসারণ করেছ। এখন রাস্তাটি দ্রুত হয়ে গেলেই এলাকার মানুষ সহজে চলাফেরা করতে পারবে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, আজকে সকালে আমি ও থানার ওসি গিয়ে শহীদ শিফাত উল্লাহর বাড়ির রাস্তার গাছ অপসারণ করে দিয়েছে। রাস্তায় আর যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় সে বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ আমাদের তহসিলদার ও থানার পুলিশকে দেখাশোনা করতে বলা হয়েছে।

৫ আগস্ট গাজীপুর জেলার শ্রিপুর থানার মাওনার ২ নম্বর সিএন্ডবি অবদার মোড়ে গুলিতে নিহত হন শিফাত উল্লাহ (১৯)। তিনি শ্রিপুরের মাওনার জামেয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসা ও এতিমখানার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এসকে রাসেল/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।