বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে গেলেন ৭৫ ইসকন ভক্ত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৪ ডিসেম্বর ২০২৪

বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকনের ৭৫ জন ভক্ত ভারতে গিয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভার ও দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। বিকেল ৫টার সময় তারা বেনাপোল ইমিগ্রেশনে আসেন এবং সাড়ে ৫টায় ভারতে প্রবেশ করেন।

সাভারের ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রহ্মচারীর নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছেন বলে জানান তারা।

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে গেলেন ৭৫ ইসকন ভক্ত

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

এদিকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি।

এর আগে শনি ও রোববার ৮৩ জন ইসকন ভক্তকে ভারতে প্রবেশের অনুমতি না দিয়ে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

জামাল হোসেন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।