বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার (৪ ডিসেম্বর) সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।

Sajek, পর্যটক, পর্যটন, রাঙ্গামাটি, সরকারবুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকার পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।