সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুল আর নেই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪

 

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকেনগরীর মেহেরচন্ডি এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী শরিফা ইয়াসমিন, দুই ছেলে সরাফাতুল ইসলাম ও শরিফ উল ইসলামসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ যোহর মেহেরচন্ডী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা হয়। পরে তাকে চকপাড়া গোরস্থানে দাফন করা হয়।

এর আগে রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় ছোট ছেলে শরিফ উল ইসলামের বাড়িতে এশার নামাজ শেষে অসুস্থ হয়ে পড়েন তসিকুল ইসলাম। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত ইস্ট-ওয়েস্ট হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার সিটি স্ক্যান করা হয়।

চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে। কোনোভাবেই কিছু করা সম্ভব নয় বলে পরিবারকে তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসকরা।

এরপর সোমবার (২ ডিসেম্বর) রাতে তসিকুল ইসলাম বকুলকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে রাজশাহী নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মিস্ত্রি পাড়ায়। স্কুল-কলেজ জীবন চাঁপাইনবাবগঞ্জ কাটলেও তিনি অনার্স ও মাস্টার্স শেষ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তিনি চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছোট থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিল তার।

লেখাপড়ার পাঠ চুকিয়ে তিনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন। বাংলাদেশ বেতার রাজশাহীর নিউজ বিভাগে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। একাধারে তিনি দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ছিলেন। ডেইলি নিউ নেশন, ইউএনবির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। এসবের পাশাপাশি তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।