গোপালগঞ্জে সরকারি বীজে সর্বনাশ পেঁয়াজ চাষীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্থ হয়েছেন কৃষকরা। কৃষি অফিস থেকে বিনামূল্যে পাওয়া এসব বীজে গজায়নি অঙ্কুর। এতে উপজেলার দেড় শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কাশিয়ানী উপজেলার রবি প্রণোদনা হিসেবে ১৪০ কৃষকের মাঝে বারি-৪ ও তাহেরপুরী জাতের পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। প্রতি কেজি পেঁয়াজ বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এওপি সারও দেওয়া হয়। প্রণোদনা পাওয়া সব কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কাছ থেকে এসব বীজ কিনে বিনামূল্যে বিতরণ করে কৃষি বিভাগ। এ জন্য বিএডিসিকে দায়ী করছেন কৃষি বিভাগ।

উপজেলার হোগলাকান্দি গ্রামের কৃষক তুহিন মোল্যা বলেন, ‘গত মাসে কৃষি অফিস থেকে বিনামূল্যে এক কেজি পেঁয়াজের বীজ দেয়। কিন্তু বপনের ১০ দিন পরেও অঙ্কুর হয়নি। শুধু আমি নয়, এলাকায় যারা প্রণোদনার পেঁয়াজ বীজ বপন করেছেন সবার একই অবস্থা। সবাই ক্ষতিগ্রস্থ হয়েছেন।

একই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক টুটুল মোল্লা বলেন, কৃষি অফিস থেকে যে বীজ দিয়েছে তার একটি বীজও গজায়নি। এতে বড় একটা ক্ষতি হয়ে গেল। মৌসুম শেষ এখন বীজ কিনে রোপণ করলে আর গজাবে না। গজালেও ফলন হবে না।

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইজাজুল করিম বলেন, বিএডিসি থেকে সরবরাহ করা পেঁয়াজের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল। কিন্তু জমিতে বপনের পর বীজ গজায় হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা তদন্ত করেছেন। এখনও যারা পেঁয়াজ বীজ বপন করেনি, তাদেরকে বপন করতে নিষেধ করা হয়েছে।’

আশিক জামান অভি/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।