ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় আটক ১


প্রকাশিত: ০৯:০২ এএম, ১২ মে ২০১৬

টাঙ্গাইলে ভাতিজার হাতে চাচাকে খুনের ঘটনায় নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে হত্যাকাণ্ডে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত নুরুল ইসলাম সাগরের (৫৫) ছেলে আব্দুল মান্নান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে বুধবার রাতে হত্যা মামলাটি দায়ের করেন। এঘটনায় ভাতিজা বাবুলের স্ত্রী লায়লা আক্তারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার বিকেলে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নুরুল ইসলাম সাগর নিহত হন। এঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডের মূল হোতা মো. বাবুল হোসেনের স্ত্রী এজাহার নামীয় আসামি লায়লা আক্তারকে (২৫) গ্রেফতার করেছে।
 
উল্লেখ্য, নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের মো. নুরুল ইসলাম সাগরের সঙ্গে ভাতিজা বাবুল হোসেনের দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিকেলে চাচা নুরুল ইসলামকে বাড়িতে ডেকে ধারালো অস্ত্র ও রড দিয়ে মারধর করেন বাবুল। পরে সাগরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।