তুরাগ তীরে মোনাজাতে শেষ হলো জোড় ইজতেমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমা মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার মোনাজাতের মাধ্যমে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হয়। সকাল ৯টা ৫ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয়।

আয়োজক (শুরায়ী-নেজাম) তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোনাজাতে শরিক হওয়ার জন্য ঢাকা, গাজীপুর এবং আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ মুসল্লি সকাল থেকে ময়দানে আসেন। সকাল ৯টা ৫ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয়।

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।