অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ৫০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের বোচাগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ট্রাক্টরচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রনগাঁও ইউনিয়নের মথনডাঙ্গা এলাকায় টাঙ্গন নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মথনডাঙ্গা এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিল একটি চক্র। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা অভিযান চালান। এসময় বালুভর্তি একটি ট্রাক্টরসহ চালক মোজেন চন্দ্র রায়কে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ট্রাক্টরের মালিক ডেউর গ্রামের তাহেরুল ইসলাম এসে জরিমানার টাকা দিয়ে চালকসহ ট্রাক্টর নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমদাদুল হক মিলন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।