সেন্টমার্টিনের সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে ভেসে আসা একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে মরদেহটি ভেসে আসে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্বীপের উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।