চলন্ত ট্রেনে আদায় করা অর্থ তছরুপ, দুই অ্যাটেনডেন্ট বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে আদায় করা অর্থ তছরুপ করার অভিযোগে দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু স্বাক্ষরিত চিঠিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

তারা হলেন, বিভাগীয় রেলওয়ের ক্যারেজ ডিপোর অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত।

রেলওয়ে দপ্তর ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন ট্রেনের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত। দৃশ্যটি ভিডিও করে যাত্রীদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মাঝে ছড়িয়ে দেন।

চিঠিতে বলা হয়, বরখাস্তকালীন সময় তারা খোরকি বাবদ মূল বেতনের অর্ধেকসহ রেলওয়ের বিধিমত অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ রোববার থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আব্দুস সালাম বলেন, অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাংবাদিকদের হেনস্থা করার বিষয়েও তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

রবিউল হাসান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।