কক্সবাজার সৈকতে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউ বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার মো. জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে ঝাউ বাগান এলাকা থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, পরে আটকদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে দেশিয় চারটি বন্দুক ও দুটি রাইফেলের গুলি পাওয়া যায়। আটকদের স্বীকারোক্তি মতে, ঘটনাস্থলের কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

কক্সবাজারের এসপি মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।