কমিশনই নির্বাচনের রোডম্যাপ দেবে: উপদেষ্টা সাখাওয়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
বরিশাল মেরিন একাডেমিতে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন/জাগো নিউজ

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার। আমাদের এখতিয়ার বলে মনে করি না। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে তারা কখন কিভাবে নির্বাচন দেবেন। তাদের সংগঠিত হতে দিন, তারাই নির্বাচনের রোড ম্যাপ দিবেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের চেয়ে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই। এই ভূখণ্ড আজকের নয় এটা হাজার বছরের। একটা সম্প্রদায় ইসকন নিয়ে নিজেরাই বলেছেন- যা নিয়ে এতো হইচই তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধর্ম বিষয়টি আলাদা, তার আগে আমরা সবাই বাংলাদেশী।

অনুষ্ঠানে বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫৩ জন ক্যাডেট প্রি-সি কোর্স প্রশিক্ষণ সমাপ্ত করেছে।

শাওন খান/আরএইচ/এমএমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।