সিরাজগঞ্জে দুই সাব-রেজিস্ট্রারকে বদলি
সিরাজগঞ্জে দুটি উপজেলার সাব-রেজিস্ট্রারকে বদলি ও একজনকে পদায়ন করেছে সরকার। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলিকৃত রায়গঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার সাগর দাসকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ও কাজীপুর উপজেলার সাব রেজিস্ট্রার আসিফ নেওয়াজকে নাটোরের সিংড়ায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পাবনার ভেড়া উপজেলার সাব রেজিস্ট্রার ইশরাত জাহানকে সিরাজগঞ্জ সদরে পদায়ন করা হয়।
জেলা রেজিস্ট্রার শরিফ তোরাফ হোসেন জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক বিধি মোতাবেক বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এম এ মালেক/এমআইএইচএস