চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠিতে মহিলা দল নেত্রী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:৪৭ এএম, ০২ ডিসেম্বর ২০২৪

জাতীয়তাবাদী মহিলা দলের ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) মহিলা দল কেন্দ্রীয় কমিটি সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজিসহ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।

শারমিন আক্তার মুক্তা বলেন, ‘দলীয় সিদ্ধান্তকে প্রধান্য দিয়ে ব্যক্তিগত মতকে উপেক্ষা করায় আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। বিগত সরকারের সময় জেলা বিএনপির সঙ্গে সবধরনের আন্দোলন সংগ্রামে মহিলা দলের পক্ষে অগ্রণী ভূমিকায় ছিলাম। ত্যাগীর মূল্যায়ন না করে ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় কমিটির কাছে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এ কারণে কেন্দ্রীয় কমিটি আমাকে বহিষ্কার করেছে।’

আতিকুর রহমান/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।