রাজশাহীর ডিআইজি

সিস্টেম রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: ডিআইজি আলমগীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান বলেছেন, দেশের ক্রান্তি লগ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই এক হয়ে পুলিশকে সহযোগিতা করলে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণ হবে। ৫ আগস্টের আগে যে সিস্টেম চলে এসেছে সেটি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক তার বক্তব্যে সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িতরা যেই দলেরই হোক না কেন সেটি বিবেচনায় না নিয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আলমগীর রহমান বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা ফিরে এসেছে সেটি ধরে রাখতে হবে। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে।

ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা, সেটি ধরে রাখতে হবে

ডিআইজি বলেন, এ রেঞ্জের পুলিশ সদস্যদের আর ভয়ের কারণ নেই। পুলিশ আগের মতোই আছে। পুলিশ আর ভীত নয়। এখানে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সেনাবাহিনীর পোশাক আলাদা হলেও দেশের স্বার্থে আমরা এক হয়ে কাজ করছি। কাজের ধরণে পরিবর্তন আনতে পারলে জনগণ পুলিশকে সবসময়ই সহযোগিতা করবে।

নওগাঁ পুলিশ সুপার কুতুব উদ্দিনের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরমান হোসেন রুমন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।