সেনাবাহিনীর পোশাক-ব্যাজসহ ভুয়া মেজর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ার লক্ষ্মীপুর বাজার থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ ও ওয়াকিটকি এবং খেলনা পিস্তলসহ এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম আমান। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

সেনাবাহিনীর পোশাক-ব্যাচসহ ভুয়া মেজর আটক

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি ফরিদ।

আল-মামুন সাগর/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।