বাবরের খালাসের সংবাদে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় হাওরাঞ্চলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) খালিয়াজুরী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের উদ্যোগে এই মিছিল হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলার ১ নম্বর মেন্দিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান চৌধুরী। মিছিলটি নূরপুর বোয়ালী, ইছাপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। মিছিল শেষে জিয়াখড়া বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন অবৈধ সরকারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় আটক রাখা হয় লুৎফুজ্জামান বাবরকে। তার মুক্তিতে খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ তথা সারা বাংলাদেশের মানুষ আজ আনন্দিত।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত তারা সোজা হয়ে যান। পালিয়ে যাওয়া নেত্রীর ফোনালাপ শুনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এ দেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ বিপ্লব আমরা হারাতে দেবো না।
এসময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান চৌধুরী পিন্টু, যুগ্ম আহ্বায়ক খায়সার রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক সালমান ফার্সি, ছাত্রদলের উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চৌধুরী হিরণ, ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাহিদুল ইসলাম ইমন, যুবদলের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মিলন মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে রোববার ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত।
এইচ এম কামাল/জেডএইচ/জিকেএস