৬৫৩ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে মৌসুমের প্রথম জাহাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

অবশেষে কক্সবাজার থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়েছে মৌসুমের প্রথম জাহাজ। তবে কেয়ারি সিন্দাবাদ জাহাজের পরিবর্তে বার আউলিয়া জাহাজ প্রায় ৬৫৩ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিন নৌ-রুটে চলাচল শুরু করেছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ যাত্রী ট্রাভেল পাস নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেন। বিকেল ৩টা নাগাদ জাহাজটির দ্বীপের জেটিতে ভেড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজারের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর।

‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ও বার আউলিয়ার ইনচার্জ বাহাদুর বলেন, নানা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ ৮ মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু করতে পেরে আমরা আনন্দিত। প্রথম দিনে ৬৫৩ জন যাত্রী নিয়ে বার আউলিয়া জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা করাতে পেরেছি। এতে ভ্রমণ পিয়াসীদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে।

৬৫৩ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে মৌসুমের প্রথম জাহাজ

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই কক্সবাজার থেকে মৌসুমের প্রথম জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। আমরা সবকিছু পরিদর্শন করেছি।

উল্লেখ্য, সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।

৬৫৩ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে মৌসুমের প্রথম জাহাজ

প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস টেকনাফ-সেন্টমার্টিন ও কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি ছয় মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ থাকে।

এরআগে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের যাতায়াত সাময়িক বন্ধ রাখে জাহাজ মালিক কর্তৃপক্ষ। পহেলা ডিসেম্বর পুনরায় সেন্টমার্টিন যাওয়ার কথা থাকলেও স্বল্প যাত্রীর কারণে যাত্রা বাতিল করে কেয়ারি সিন্দাবাদ, এমনটি জানিয়েছিলেন কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ ছিদ্দিকী।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।