বিনা খরচে পুলিশে চাকরি পেয়ে আবেগাপ্লুত এতিম রিমা
দুই বছর বয়সে মারা যান মা, বাবা করেন দ্বিতীয় বিয়ে। এগারো বয়সে বাবাও মারা যাওয়ায় অসহায় হয়ে পড়েন অনু আক্তার রিমা। ভগ্নিপতির দেখাশোনায় এবং অন্যান্য বোনদের পরামর্শ ও আন্তরিকতায় জীবন যুদ্ধ শুরু করেন। মেধাবী হওয়ায় প্রত্যেকটি পরীক্ষার ফলাফলেই রয়েছে তার সাফল্য। সর্বশেষ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন মা-বাবাহীন রিমা।
গত ২৪ নভেম্বর ঝালকাঠি পুলিশ লাইন্সে সকল ধরনের পরীক্ষা শেষে পুলিশ সুপার উজ্জল কুমার রায় তাকে নিয়োগপত্র হাতে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান।
অনু আক্তার রিমা ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা গ্রামের মৃত আলমগীর হোসেন ও মৃত তাসলিমা দম্পতির মেয়ে। কোনো ভাই না থাকায় বাবা-মা মারা যাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুর মহল্লায় বড় বোনের কাছেই পড়াশোনা করেছেন।
অনু আক্তার রিমা বলেন, বাবা-মা এবং ভাই না থাকায় জীবন সংগ্রাম খুবই কঠিন ছিল। এমন অসহায় অবস্থায় কোনো আত্মীয়-স্বজনের সাহায্য পাইনি। এমতাবস্থায় ঝালকাঠি জেলা পুলিশ আমার যোগ্যতার মর্যাদা দেওয়ায় তাদের কাছে চিরকৃতজ্ঞ। বাংলাদেশ পুলিশে প্রথমবার আবেদন করে বিনা টাকায় চাকরি পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে।
তিনি আরও জানান, বড় বোন এবং দুলাভাই মনিরুজ্জামান মা-বাবার মতো ছায়া হয়ে পাশে ছিলেন। তাদের অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় এ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছি। বাকি বোন ও ভগ্নিপতিদের সহযোগিতাও ছিল অপরিসীম।
মো. আতিকুর রহমান/এফএ/এএসএম