ফুটবল খেলার সময় মাঠেই ঢলে পড়লেন খেলোয়াড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:০৭ এএম, ০১ ডিসেম্বর ২০২৪

নাটোরে রাত্রিকালীন ফুটবল খেলার সময় মাঠেই মৃত্যু হয়েছে এক খেলোয়াড়ের। বুকে ব্যথাজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নাটোর সদর উপজেলার চৌগাছা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। মৃত রাব্বি (২০) চৌগাছি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও চৌগাছি গ্রামবাসী জানান, নাটোর সদর উপজেলার চৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার রাতে চৌগাছি দলের পক্ষে খেলতে নামেন রাব্বি। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর রাব্বি বুকে ব্যথার কারণে অসুস্থ বোধ করেন। এ সময় তিনি পানি খেতে চান। কিন্তু পানি নিয়ে তার কাছে পৌঁছানোর আগেই তিনি মাটিতে ঢলে পড়েন।

খেলার আয়োজক কমিটির সদস্য নয়ন হোসেন জানান, তারা রাব্বিকে উদ্ধার করে আমজাদ হোসেন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দ্রুত নাটোর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। নাটোর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাব্বির মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

তিনি বলেন, রাব্বি ছাত্রদলের কর্মী ছিল। তার এই মৃত্যুতে তিনি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অপরদিকে ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি রাব্বির মৃত্যুতে টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করে।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।