অটোরিকশা চালককে হত্যা করে ব্যাটারি ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

চাঁদপুরে মঈন উদ্দিন (১৬) নামে এক অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর তার রিকশার ব্যাটারি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

শনিবার (৩০ নভেম্বর) সকালে মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যার শিকার মঈন উদ্দিন উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজীর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয় ও ভাই-বোনদের লেখাপড়ার খরচ চালাতেন।

স্থানীয়রা জানান, বেলতী গ্রামের খালেরপাড়ে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। পরে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় তার পরনে জিনসের প্যান্ট ও গেঞ্জি পরা ছিল।

মঈন উদ্দিনের বাবা নাছির উদ্দীন জানান, শুক্রবার বিকেলে ছেলের মোবাইলে কল এলে সে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় এলাকায় খোঁজাখুঁজি করি। রাতে মোবাইলে কল দিয়ে তাকে পাওয়া না গেলে উপজেলার বিভিন্ন জায়গায় সন্ধান করি। পরে সকালে ধনারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি মরদেহ পাওয়া গেছে। গিয়ে দেখি আমার ছেলের দেহটা পড়ে আছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ওই কিশোরের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। তবে ব্যাটারি পাওয়া যায়নি। সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কিশোরের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।

শরীফুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।