প্রীতি ফুটবল ম্যাচে অপ্রীতিকর সংঘর্ষ, যুবক গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩২ এএম, ৩০ নভেম্বর ২০২৪
গুলিবিদ্ধ জহিরুল ইসলাম, ফাইল ছবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জহিরুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের কালীদহ বাজারে এ ঘটনা ঘটে। আহত জহিরুল কালীদহ বাজারের একটি হার্ডওয়ার দোকানের মালিক। তিনি ওই এলাকার আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে কালীদহ হাইস্কুল মাঠে দক্ষিণ মাইজবাড়িয়া বনাম কালীদহ’র যুবকদের একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে মাঠের মধ্যে দুই পক্ষের দুজন খেলোয়াড়ের ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দক্ষিণ মাইজবাড়িয়া এলাকার যুবকরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে কালীদহ বাজারে আসে। এসময় বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী জহিরুল ইসলাম তাদের কাছে এর কারণ জানতে চাইলে কে বা কারা তাকে গুলি করলে তার কোমরে লাগে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, কালীদহে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।