ভৈরবে ইটভাটার মাটি কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে ইটভাটার মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের দক্ষিণ পাড়ার সবেদ আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, রফিকুল ইসলাম, রাজন মিয়া, লিটন মিয়া, উসমান মিয়া, কামাল মিয়া, জামান মিয়া, সোহরাব হোসেন, সুজন মিয়া, সাত্তার মিয়া, রহমত আলী, মনির মিলন, রুস্তম, ওমর ফারুক ও হামিদ মিয়া প্রমুখ। বাকিদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে কামাল মিয়ার ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষের নেতৃত্ব দেন ইটভাটা মালিকের পক্ষে নবী হোসেন। তিনি কালিকাপ্রসাদ ৩ নম্বর ওয়ার্ড যুবদল সহ-সভাপতি। অন্যপক্ষের নেতৃত্ব দেন বাঘা বাড়ির মো. মোস্তফা। তিনি কালিকাপ্রসাদ ৩ নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বিএনপি নেতা মোস্তফা মিয়া বলেন, সররাবাদ এলাকার কামাল আওয়ামী লীগের নাম ভাঙিয়ে জমি দখল করে দীর্ঘদিন ধরে ইটভাটা চালাচ্ছে। আমি বাধা দেওয়ায় চাঁদাবাজির অভিযোগ এনে মানহানির চেষ্টা করছেন তিনি। কামাল মিয়াকে জিজ্ঞাস করলে আমাদের ওপর হামলা করে। পরে বিষয়টি সংঘর্ষে রুপ নেয়। আমাদের পক্ষের অনেকই আহত হয়েছেন।

প্রতিপক্ষ বিএনপি নেতা নবী হোসেন বলেন, ইটভাটায় আমাদের বংশের অনেকের কয়েক কোটি টাকা পুঁজি রয়েছে। ইটভাটা বন্ধ হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা ইটভাটার পক্ষে কথা বলায় আমাদের ওপর অতর্কিত হামলা চালায় তারা।

ভাটা মালিক কামাল বলেন, মোস্তফা ও লোকমানসহ কয়েকজন বিএনপির নেতা আমার ইটভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। আওয়ামী লীগের কোনো নেতা যেন ইটভাটায় সম্পৃক্ততা না থাকে হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে মাটি কাটলে তাদের চাঁদা দিতে হবে বলে হুমকি দেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার ওপর হামলা করে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহীন বলেন, মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।