আওয়ামী লীগ আজও অনুতপ্ত হয়নি: টুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

এতগুলো মানুষ হত্যার পর এখনো আওয়ামী লীগ অনুতপ্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জে জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ এত মানুষ হত্যার পরও অনুতপ্ত হয়নি। কারণ ওরা এক ধরনের সাপ। আর বিএনপির কেউ যদি সেই সাপের সঙ্গে আঁতাত করে, তাহলে সেই সাপের বিষেই সে মারা যাবে।

তিনি আরও বলেন, খুনি শেখ হাসিনা জনগণের রোষানলে এ দেশ ছেড়ে পালিয়েছেন। তার ছাওপাও যা আছে তারাও দেশ ত্যাগ করে চলে গেছে। কিন্তু আমি শুনতে পাই কিছু কিছু আওয়ামী লীগের নেতা এখনো দেশে আছেন। শুধু সিরাজগঞ্জে না, সারাদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে তারা নাকি বিএনপির নেতাকর্মীর ছত্রছায়ায় রয়েছেন। এটা যদি সত্যি হয়, তাহলে তারা বিএনপি করতে পারবে না। যারা বিএনপির সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগের হারাম টাকা খাবে। যে আওয়ামী লীগ উন্নয়নের নাম করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। একমাত্র শেখ হাসিনাই তার ছেলে, মেয়ে, বোন, ভাগ্নের নামে ৯০ হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছেন।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমীরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস ও সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

এম এ মালেক/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।