নোংরা পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরির দায়ে একটি হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকলে পৌর শহরের কলেজ ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

লক্ষ্মীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল্লাহ হিল হাকিম উপস্থিত ছিলেন।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজমহল হোটেলকে ৫ হাজার ও বিগবাইট রেস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম জানান, প্রতিষ্ঠানগুলোকে মেয়াদোত্তীর্ণ খাবার এবং নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর খাবার তৈরি করায় জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলবে।

কাজল কায়েস/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।