নাশকতা মামলায় দুই চেয়ারম্যান কারাগারে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের দায়ের করা মামলায় মো. আলম কোম্পানি ও মো. ইমন নামে দুই চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন, নাইক্ষ্যংছড়ি বাইশারি ইউপি চেয়ারম্যান আলম কোম্পানি (৫০) অন্যজন একই উপজেলার দোছড়ি ইউপি চেয়ারম্যান মো.ইমরান (৫৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউপির বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এ দুই চেয়ারম্যানসহ ৬৮ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার জানান, আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম