সাতক্ষীরায় মৗেচাষি ও ব্যবসায়ীদের সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

সাতক্ষীরায় মৗেচাষি ও মধু ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেনে জেলা মৗেচাষি ও মধু ব্যবসায়ী সমিতির আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এবারের সম্মেলনে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৮০ জন মৗেচাষি ও মধু ব্যবসায়ী অংশ নেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গৗেরব দাস।

সাতক্ষীরায় মৗেচাষি ও মধু ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে

বিশেষ অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপঙ্কর দত্ত, জেলা মৗেচাষি ও মধু ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদ পারভেজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় জেলা হওয়ায় এখানকার উৎপাদিত মধুর খ্যাতি রয়েছে দেশজুড়ে। সুন্দরবন ছাড়াও এখানে চাষাবাদের মাধ্যমে উৎপাদিত হচ্ছে মধু। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে মধু সরবরাহ করছেন এখানকার চাষিরা। রয়েছে বিদেশে রপ্তানির সুযোগ।

মৌমাছির পরাগায়নের ফলে ফলন ১০-২০ শতাংশ বাড়ে উল্লেখ করে বক্তারা বলেন, জেলার অর্থনৈতিক পরিবর্তন এনেছেন প্রত্যন্ত অঞ্চলের মধুচাষিরা। সাতক্ষীরার মধুর সুনাম রয়েছে দেশজুড়ে। তাই অসাধু ব্যবসায়ীরা যাতে এই সুনাম নষ্ট না করতে পারে, সেজন্য প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।