কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় পক্সি দিতে এসে মূল পরীক্ষার্থীসহ তিন যুবক গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

এই তিনজন হলেন- প্রক্সি পরীক্ষার্থী সুমন মিয়া (২৪), মূল পরীক্ষার্থী মো. রাকিব (১৯) ও তাদের সহযোগী তৌফিকুর রহমান (৩৫)।

রাপড়াপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মূল পরীক্ষার্থী মো. রাকিবের অ্যাডমিট কার্ড ছবি ও ফিটনেস প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন সুমন।

পরে কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষক উক্ত ভুয়া পরীক্ষার্থীকে চিহ্নিত করেন। এরপর ডিবি পুলিশ মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী মো. তৌফিকুর রহমানকে রাজশাহী জেলা পুলিশ লাইনের ১ নম্বর গেট থেকে গ্রেফতার করে।

ওসি জানান, বুধবার রাতে রাজপাড়া থানায় একটি মামলা করে করেছে জেলা পুলিশ। সেই মালায় আসামিদের আদালতের প্রেরণ করা হয়েছে।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।