ইউটিউব থেকে শিখে মোটরসাইকেল চুরি, অবশেষে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

বান্দরবানে গত কয়েকমাস ধরে দেওয়াল কিংবা গাছে মোবাইল নম্বর লিখে রেখে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল মোটরসাইকেল। চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় জড়িত চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার চিংসামং ওরফে রাহুল তঞ্চগ্যা (৩২) বান্দরবান রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপির গুই খৈং এলাকার সাথিমংয়ের ছেলে।

পুলিশ সুপার বলেন, গত ২০ নভেম্বর বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকা থেকে রাত সাড়ে তিনটায় বাসার গেইটের তালা ভেঙে পার্কিংয়ে থাকা ২টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এতে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত মো. সাঈদ। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেল উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত চিংসামংকে চন্দনাইশের ধোপাছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগেও চিংসামংয়ের বিরুদ্ধে তিনটি চুরির মামলা রয়েছে বলে জানান তিনি।

প্রাথমিক স্বীকারোক্তির বরাতে পুলিশ সুপার আরও জানান, ইউটিউবের সাহায্যে মোটরসাইকেলের লক ভাঙা ও দুইটি তারের সংযুক্তির মাধ্যমে চাবি ছাড়া মোটরসাইকেল চালু করার কৌশল আয়ত্ব করেন চিংসামং। পরে জেলার বিভিন্ন এলাকায় দিনের বেলায় ঘুরে ঘুরে টার্গেট করা মোটরসাইকেল রাতে চুরি করতেন তিনি।

এর আগে দেওয়াল কিংবা গাছে মোবাইল নম্বর লিখে রেখে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল মোটরসাইকেল। পরে ওই নম্বরে যোগাযোগের পর চুক্তি মোতাবেক টাকা পাঠালে নির্দিষ্ট পুকুর কিংবা জঙ্গলে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছিল। গত একমাসে বান্দরবান সদর উপজেলা থেকে এভাবে অন্তত ১৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।